ছফিউল্লাহ ভূইয়া, নরসিংদী : নরসিংদীর শিবপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ইটাখোলা গোলচত্বরে নিহত শাষপুর গ্রামের সিয়াম এর কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে শাষপুর শহীদ মিনার এলাকায় পথসভার আয়োজন করা হয়।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খাইরুল কবির খোকন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার প্রমুখ। এসময় জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।