বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

না’গঞ্জকে গ্রীন সিটি গড়তে চান জেলা প্রশাসক, নিয়েছেন একগুচ্ছ পরিকল্পনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা মিটিং এ উপস্থিত সকলের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জকে গ্রীণ এন্ড ক্লীন ও গ্রীন জোন শহর হিসাবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছি। সে লক্ষ্যে উপস্থিত আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।উপস্থিত সবাই জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার পরিকল্পনাকে স্বাগত ও সাধুবাদ জানিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

১১ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ এই আলোচনা অনুষ্ঠিত হয়।

তিনি এ সময় আরো বলেন, শহরজুড়ে প্রায় ১ লক্ষ বৃক্ষ রোপণ করে শহরকে সবুজে সবুজে গ্রিন জোন তৈরি করব এবং আমরা সবাই প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন নিবো  ও গাছ লাগানোর কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে প্রাকৃতিক দুর্যোগ থেকে।

শহরে যত রাজনৈতিক ও অন্যান্য সকল ব্যানার ফেসটুন রয়েছে অপসারন করে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশ দিয়েছি।

মাদক হচ্ছে সকল অপরাধ সৃষ্টির মুল কারণ, কেননা একজন নেশাগ্রস্ত মানুষই অমানুষের হয়ে অপরাধ মূলক কাজ করে থাকে তাই প্রতিটি পাড়া মহাল্লায মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা জরুরি।

আসন্ন ঈদ উপলক্ষে ঘর মুখী মানুষের সুবিধার্থে সড়ক ও নৌ পথে নিরাপত্তা জোড়দার করার পরিকল্পনা নেয়া হয়েছে। যাতে মানুষ নির্ভয়ে তার পরিবারের নিকট পৌঁছাতে পারেন।

তিনি এ সময় শিল্প প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশ্যে বলেন, আগামী ২০ রমজানের মধ্যে সকল শ্রমিক প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে দেন। বেতন ও ঈদ বোনাস নিয়ে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা যেনো না ঘটে ।

দেশে অবৈধ গ্যাস সংকটে ছড়াছড়ি শোনা যাচ্ছে তাই আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এবং বিচ্ছিন্ন লাইনটি যাতে আমাদের অবগতি ছাড়া পুনরায় লাইন সংযোগ না দেয়। কারণ আমরা দেখতে পারছি এক দুই এক দিয়ে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি অন্যদিকেই রাত্রি বেলায় আবার লাইন দিয়ে দিচ্ছেন কারা যেন। তাই এটা হতে দেওয়া যাবে না।

ফুট ওভার ব্রিজের উপর কোন প্রকার হকার বসতে দেওয়া যাবে না। কারণ হকার বসলে মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হয়। সরকারি কোন জায়গায় কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না। সরকারি জায়গা কেউ যাতে দখল নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ছাড়াও উল্লেখযোগ্য আরো অনেক বিষয় আলোচনায় তুলে ধরেন।

মোঃ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মুইনুদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, সকল প্রশাসনিক কর্মকর্তাসহ  শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসকের এই নারায়ণগঞ্জকে গ্রীন জোন শহর করার কর্মপরিকল্পনাকে সকলেই সাদুবাদ জানান এবং বাস্তবায়নের জন্য সকলেই পাশে থেকে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ