বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

নাটোরে অপ্রতিরোধ্য মুখোশধারী দূর্বৃত্তরা, এবার মাইক্রো বাসে তুলে নিয়ে পেটালো মাদ্রাসা শিক্ষককে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরে আবারো সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে মাওলানা সাইদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে জখম করে সড়কের ওপর ফেলে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। এবার ঘটনাটি ঘটেছে নাটোর সদর উপজেলার মাঝদিঘা গ্রামে। ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহত মাওলানা সাইদুল ইসলাম উপজেলার মাঝদিঘা পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমান জিনাতের ছেলে এবং মাঝদিঘা নুরানী হফেজি মাদ্রাসার অধ্যক্ষ। তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয় একটি সুত্র দাবী করেছে।

মাওলানা সাইদুল ইসলাম জানান, শুক্রবার মাগরিব নামাজ আদায় শেষে তিনি মাঝদিঘা নুরানী হফেজি মাদ্রাসায় পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন। এ সময় মুখোশধারী ৫ থকেে ৭ জন লোক মাদ্রাসায় ঢুকে তাকে কলার ধরে টেনে হিঁচড়ে সাদা মাইক্রোবাসে তোলে। এরপর মাইক্রেবাসের মধ্যে তাকে পিটিয়ে বাম হাত ভেঙে দেয়। পরে প্রায় তিন কিলোমিটার দূরে চিকুর মোড় এলাকায় তাকে ফেলে দিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার রাতে সাইদুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার খবর পান। তার হাত-পায়ে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে মাদ্রাসা এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দুরে চিকুর মোড় এলাকায় ফেলে যায়। এলাকাবাসীর সহায়তায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কি কারনে তার ওপর এই হামলা এবিষয়ে তিনি কিছুই জানেননা।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে মামলা করলে পুলিশ মামলা নেবে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য. গত এক মাসে নাটোরের লালপুর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় বিএনপি ও জামায়াতের চার নেতাকে মুখোশধারী দুর্বৃত্তরা একইভাবে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া হেলমেট ও মুখোশ পরিহিত বাইকারদের হামলার শিকার হয় আরো অন্তত ৫ জন। তাদের রাস্তার ওপর পথরোধ করে কুপিয়ে রগ কেটে, হাতুরি পেটা ও গুলি করে হাত-পা ভেঙ্গে সড়কের ওপর ফেলে যায়। হামলায় আহত ১০ জনের মধ্যে ছয় জন নলডাঙ্গা উপজেলায়। অবশিষ্টজনরা সিংড়া, লালপুর ও সদর উপজেলায়। এদের কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় ৭১৯ একর খাস জমি; বরাদ্দ পাচ্ছে না ভুমিহীনরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলা সমন্বয়কদের কর্মসূচী ঘোষণা 

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বেনাপোল রেললাইনের অবৈধ স্থাপনা ও বস্তি ঘর উচ্ছেদ; নতুন রেললাইনের কাজ শুরু 

ঈদগাঁওতে মাদক কারবারি আটক

পাহাড়ের বুকে দৃষ্টিনন্দন জাহাজ, বিনোদনের আরেক স্পট “স্বপ্নতরী”

বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ 

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের অভিযান; ভেঙে ফেলা হলো সিটি কর্পোরেশন এলাকার ইটভাটা ও জরিমানা আদায় 

তালতলীর সাফিয়া হত্যা মামলার আসামী ঢাকা থেকে গ্রেফতার 

ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা সহ আটক দুই