ইমাম হাছাইন পিন্টু, নাটোর: নাটোরে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে আন্তঃজেলা হরিজন ফুটবল টুর্নামেন্ট ২০২৪। আজ শুক্রবার দিনব্যাপী এই টুর্নামেন্টে যৌথভাবে আয়োজন করছে জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থা।
টুর্নামেন্টে ৮ জেলা নাটোর, রাজশাহী, রংপুর, মাদারিপুর, বরিশাল, রাজবাড়ি, বগুড়া ও নওগাঁর হরিজন সম্প্রদায়ের দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় নাটোর ও মাদারিপুর। খেলায় নাটোর ৪-০ গোলে জয়লাভ করেছে। খেলায় হরিজন সম্প্রদায়ের খেলোয়াররা অংশ নেয়।
উদ্বোধনী খেলা সহ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, সাবেক জাতীয় ফুটবলার ও জেলা ফুটবল এ্যাসেসিয়েশন সভাপতি সোহেল রেজা,জেলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।