বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২২ ১১:৩৩ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে আওয়ামীলীগ নেতা-কর্মীরা শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরের শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন।

একই স্থানে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পৃথক এই মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র উমা চৌধুরী জলি, এড.কামরুল ইসলাম, আহাদ আলী সরকার, দীলিপ কুমার দাস, এহিয়া চৌধুরী, মাসুদুর রহমান মাসুদ,মোস্তারুল ইসলাম আলম, আব্দুল্লাহ আল সাকিব বাকি, হাবিবুর রহমান চুন্নু,ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়া নাটোর প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, শিক্ষাবিদ অলোক কুমার মৈত্রসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশকে এক অন্ধকারে নিমজ্জিত করেছে। জাতির সূর্য সন্তানদের হত্যার মাধ্যমে জাতিকে কলঙ্কিত করেছে। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের কথা স্মরণ করে সুন্দর দেশ গড়তে সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত