
বিজ্ঞপ্তি : রাজিউল ইসলাম (RAZIUL ISLAM) পিতা-মোঃ আশিদুল ইসলাম (MD. ASIDUL ISLAM), মাতা-রেজিয়া বেগম (REGEYA BEGUM), তার জুনিয়র দাখিল সার্টিফিকেট, (JDC) রোল নং-২২৬১৯০, রেজি: নং- ১০১৮৮৭৪৭৮৯/২০১০, পাশের সন-২০১০, দাখিল সার্টিফিকেট (DAKHIL), রোল নং-৪২৫৮৭৭, রেজিস্ট্রেশন নং-১০১৮৮৭৪৭৮৯/২০১১, পাশের সন-২০১৪ কিন্তু তার জুনিয়র দাখিল (JDC)এবং দাখিল (DAKHIL) সার্টিফিকেট ও মার্কশিটে ভুলবশত তার পিতার নাম “আশাদুর রহমান (ASHADUR RHMAN)” এবং মাতার নাম “রেজিয়া বেগম (REZIA BEGUM)” লিপিবদ্ধ করা হয়। তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম: এ কে এম লাফিজুদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা, লক্ষীতলা বাজার, চিরিরবন্দর, দিনাজপুর। তার স্থায়ী ঠিকানা: দল্লা (নোনামাটি), ভিয়াইল, চিরিরবন্দর, দিনাজপুর।