এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার তৎপরতায় উদ্ধার করা হলো হারানো ৬১টি মোবাইল ফোন। শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের আইসিটি শাখার একটি চৌকস টিম বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) ও তদন্তের ভিত্তিতে হারানো মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করে। দীর্ঘ অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে মোট ৬১টি মোবাইল ফোন উদ্ধার সম্ভব হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেক সময় টাকা-পয়সা হারালে যতটা কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয় মোবাইল হারালে—কারণ এতে ব্যক্তিগত ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং ব্যাংকিং তথ্য সংরক্ষিত থাকে।”
তিনি আরও বলেন, “মোবাইল হারিয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় জিডি করতে হবে। এরপর জিডির কপি জেলা পুলিশের আইসিটি শাখায় জমা দিলে তারা তা খুঁজে বের করার জন্য কাজ শুরু করে। এভাবেই আমরা প্রতিদিন বহু নাগরিকের হারানো মোবাইল ফিরিয়ে দিতে পারছি।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইসিটি শাখার সদস্যরা। মোবাইল ফিরে পেয়ে মালিকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, প্রযুক্তির দক্ষ ব্যবহার ও জনসেবামুখী উদ্যোগের মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।




















