বাংলাদেশ সকাল
রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নেত্রকোনায় বিদায়ী জেলা প্রশাসক বনানী বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

 

বুলবুল আহমেদ, নেত্রকোনা: বদলিজনিত বিদায়ী জেলা প্রশাসক বনানী বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট, ২০২৫) রাতে নেত্রকোনায় বাউল রশিদ উদ্দিন একাডেমির পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়। এই একাডেমিটি প্রখ্যাত বাউল সাধক ও গীতিকার রশিদ উদ্দিনের নামে প্রতিষ্ঠিত, যিনি ১৮৮৯ সালে নেত্রকোনার বাহিরচাপড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তাঁর গান যেমন “মানুষ ধর মানুষ ভজ” বাংলা লোকসংস্কৃতির অমর অংশ। একাডেমিটি বাউল সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়, যার মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অবদান রাখা হয়।

সম্মাননা প্রদানের অনুষ্ঠানে ক্রেস্টটি প্রদান করেন একাডেমির চেয়ারম্যান মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক পিএসসি (অব:), যিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং স্থানীয় সামাজিক কার্যকর্তা। তাঁর সঙ্গে অংশগ্রহণ করেন জেলা প্রেসক্লাব ও একাডেমির সাধারণ সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম, সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক সৈয়দ সময় এবং ট্রাস্টি সদস্য ও অর্থ সম্পাদক আব্দুস সালাম। এই অনুষ্ঠানটি একাডেমির সদ্য প্রতিষ্ঠিত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বনানী বিশ্বাসকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন অভিজ্ঞ প্রশাসক হিসেবে জানা যায়। তিনি সাম্প্রতিককালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পদে কর্মরত ছিলেন এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে নেত্রকোনা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তাঁর দায়িত্বকালে জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলা, বাজার মনিটরিং এবং উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়তা দেখা যায়। বিশেষ করে, রমজানের প্রথম দিনে বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাঁর নেতৃত্বে প্রশাসন কাজ করেছে। তাঁর বদলির কারণ এখনো স্পষ্ট নয়, তবে এটি সরকারি প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ বলে ধারণা করা হচ্ছে।

একাডেমির চেয়ারম্যান মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক বলেন, “বনানী বিশ্বাসের নেতৃত্বে জেলায় শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর বিদায়কে আমরা সম্মান জানিয়ে এই ক্রেস্ট প্রদান করছি। বাউল রশিদ উদ্দিনের আদর্শ অনুসরণ করে আমরা স্থানীয় সমাজের উন্নয়নে কাজ করে যাব।” অনুষ্ঠানে উপস্থিতরা তাঁর কর্মজীবনের সাফল্য ও জেলার উন্নয়নে অবদানের প্রশংসা করেন।

নেত্রকোনা জেলা ময়মনসিংহ বিভাগের একটি উর্বর অঞ্চল, যেখানে বাউল সংস্কৃতির প্রভাব গভীর। এই সম্মাননা প্রদানের মাধ্যমে একাডেমি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সাংস্কৃতিক সংযোগ জোরদার করার প্রয়াস করেছে। উল্লেখ্য, বনানী বিশ্বাসের মতো কর্মকর্তাদের সম্মাননা স্থানীয় সংগঠনগুলোর মাধ্যমে প্রায়ই হয়, যা প্রশাসন-সমাজের সম্পর্ক উন্নয়নে সহায়ক।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শিল্পী, সম্পাদক হুমায়ুন নির্বাচিত

ডিমলায় ডাকাত দলের ৪ সদস্যের ২ দিনের রিমান্ড মঞ্জুর

রাণীশংকৈলে ভিক্ষুকদের মাঝে অটো চার্জার ভ্যান ও দোকান ঘরের চাবি হস্তান্তর 

নেত্রকোনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪’তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

‘প্রফেসর আবদুল মান্নান এমপি থাকলে জনগণের উপকার হয়, সকল পর্যায়ের জনগণ সন্মান পাই’

রাণীনগরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে অভিনব কায়দায় গাঁজা বহন; ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ঘূর্ণিঝড় রেমাল সতর্কতায় কক্সবাজার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

নিয়োগের ব্যাপারে কিছুই জানে না স্কুলের সভাপতি 

দালালের ফাঁদে পড়ে লিবিয়ার বন্দীশালায় যুবক! টাকা না দিলে ঠাঁস ঠাঁস মারে