বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার (নেত্রকোনা): নেত্রকোনার বারহাট্টা রামপুর দশাল আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ইংরেজি ২০০০সালে প্রতিষ্ঠিত হয় নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলায় রামপুর দশাল আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা।
উক্ত মাদ্রাসার সুপারেন্টেন্ডের সাথে কথা বলে জানা যায় যে, মোট ১৩২ জন ছাত্রছাত্রী ও এতিমদের মধ্যে সরকারি অনুদান আসে প্রতি মাসে ১ লক্ষ ১৮ হাজার টাকা যার মাথাপিছু খরচ পড়ে ৮৯৩ টাকা। এই সামান্য টাকা দিয়ে মাথা পিছু ৮৯৩ টাকায় খাবার বিল, কাপড়-চোপড়, চিকিৎসা খরচ সব চালিয়ে নিতে অনেক কঠিন হলেও, সততা,দক্ষতা ও একাগ্রতার সাথে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মাওলানা বেলাল হোসেন।
১৩২জনের মধ্যে সরকার ৫৯জন ছাত্র-ছাত্রীদের ১৬০০টাকা খাবার, ২০০টাকায় কাপড়, আর ২০০টাকার চিকিৎসা খরচ ধরে মোট ৫৯জনের ২০০০টাকা করে একলক্ষ আটার হাজার টাকা হয়।
তত্বাবধায়ক এই ৫৯জনের খাবার ১৩২ জনকে খাওয়ালে যা প্রতি মাথাপিছু পড়ে ৮৯৩ টাকা। যার ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা বেলাল হোসেন বিভিন্ন সামাজিক অনুদান ও দান খয়রাতের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানটির এতিম ছাত্র-ছাত্রীদের ভরণপোষণে নিজেকে আত্মনিয়োগ করেছেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
আপাদ দৃষ্টি তে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলেও চলমান বাজারে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির অর্থনৈতিক অনুদান আরেকটু বর্ধিত করা হলে এতিম অসহায় ছাত্র ছাত্রীদের প্রতি সঠিক অনুপ্রেরণা পরিলক্ষিত হতো। এগিয়ে যেতে পারত ১৩২ জন অসহায় এতিম ও সাধারণ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত। মানবিকতার কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকের কাছে অনুদানের বাজেট প্রসারিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন নিবেদিত এই তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা বেলাল হোসেন ।