
আব্দুর রহমান, পঞ্চগড় :
পঞ্চগড়ের বোদা উপজেলা ঝলইশালশিড়ি ইউনিয়নের খোদকইপাড়া গ্রামের ১০ জন হিন্দু পরিবারের বাড়ি পুড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ডেপুটি চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বুধবার (১২ মার্চ) ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সেইসাথে প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
জানা যায়, ৫ টি পরিবারের সকল আসবাবপত্র, জামা কাপড়, ঘরবাড়ি, টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে এবং ৫ পরিবারের ঘরবাড়ির কিছু কিছু অংশ পুড়ে গেছে।
উল্লেখ্য, অসতর্কতাবশত এ আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরবাড়ি পুড়ে যায়।