
আব্দুর রহমান, পঞ্চগড় :
কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের জন্মদিন উপলক্ষে পাঁচ এতিম শিশুকে পবিত্র কোরআন মজিদ উপহার দিয়েছে বোদা উপজেলা ছাত্রদল।
বুধবার বিকেলে বোদা বাজার জামে মসজিদ দারুল কোরআন হাফেজিয়া মাদরাসা লিল্লাহ্ বোর্ডিং ও এতিমখানায় এ উপহার প্রদান করে উপজেলা ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, সদস্য সচিব ফাহাম মামুনুর রশীদ জীবন, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল ইমন, পৌর নেতা মিজানুর রহমান মিজান ও পাথরাজ কলেজ শাখা ছাত্রদলের নেতা মাজেদুর রহমান মুন্না।
বোদা উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল বলেন, আমাদের প্রিয় নেতা পঞ্চগড় ২ আসনের আগামীর কর্ণধার আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের আজ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমরা আপনাদের কাছে কিছু উপহার নিয়ে এসেছি। আপনারা সকলে আমাদের নেতার জন্য দোয়া করবেন। বোদা-দেবীগঞ্জের উন্নয়ন ও সমৃদ্ধি যেন নেতার হাত দিয়ে হয় সেজন্য দোয়া চান তিনি।
তিনি আরো বলেন, জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য পাচঁটি কোরআন মজিদ এনেছি, আপনারা আমাদের জন্য এবং আমাদের নেতার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ্।