
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কে শিশু অফিসারের তত্ত্বাবধানে ছিলো বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু নিমাই। ২ দিনের মধ্যে নিজের নাম ঠিকানা বলতে বা লিখতে না পারা শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বোদা থানা পুলিশ। তবে সব কৃতিত্ব ফেসবুক ব্যবহারকারীদের দিয়েছেন বোদা থানার ওসি মোজাম্মেল হক পিপিএম।
জানা যায়, গত ১৫/০৭/২৪ তারিখ রাত্র ১০.৩০ মিনিটে বোদা থানাধীন আলিমবাজারের কালামের চায়ের দোকানের সামনে থেকে ১৩ বছরের একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুকে স্থানীয় লোকজন উদ্ধার করে। স্থানীয়রা সেখামে নাম ঠিকানা জিজ্ঞেস করলে নিমাই তা বলতে বা লিখতে না পারায় তারা বোদা থানায় দিয়ে যায়। বোদা থানার নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কে শিশু অফিসারের তত্ত্বাবাধানে রাখা হয় শিশুটিকে। এরপর বুধবার (১৭ জুলাই) বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুটিকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে । শিশুটির বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায়।
বোদা থানার ওসি মোজাম্মেল হক পিপিএম বলেন, ফেসবুকের কল্যানে উদ্ধারকৃত বাক ও শ্রবন প্রতিবন্ধী শিশু নিমাইকে তার বাবার জিম্মায় প্রদান করা হয়েছে।