
আব্দুর রহমান, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে ফিটনেস ট্রেনিং কোর্সের শেষ হয়েছে।
সোমবার দুপুরে সার্টিফিকেট, জার্সি বিতরণের মাধ্যমে এ কোর্সের সমাপ্তি হয়। পঞ্চগড় জেলা ফুটবল কোচেস এ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর সুজিত কুমার ব্যানার্জী।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদ মুরাদ নয়ন, সাধারণ সম্পাদক মোঃ গুলজার রহমান মামুন,সহ-সভাপতি শরিফুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সংগঠক হাসিবুল ইসলাম, ক্রীড়া সংগঠক আল-মোদাব্বির রুবেল, ডিমলা স্পোর্টস একাডেমীর সন্মানিত পরিচারক আরিফ শাহাদাত আরমান, বোদা পৌরসভার সাবেক কাউন্সিলর রশিদুল ইসলাম প্রমুখ।