মোঃ আবদুল আলিম, পটুয়াখালী॥ পটুয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১/১১/২০২২ ইং তারিখ রোজ বুধবার, জেলা পরিষদ কার্যালয়ে, পটুয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সকল সদস্যদের নিয়ে নিয়ে এ পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ১৭/১০/২০২২ইং তারিখে বাংলাদেশের সকল জেলা সমূহের জেলা পরিষদ নির্বাচন একযোগে অনষ্ঠিত হয়। উক্ত জেলা পরিষদ নির্বাচনে পটগয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছেন, সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ থেকে মনোনীত প্রার্থী মোঃ খলিলুর রহমান মোহন মিয়া ও জেলা যুবলীগ নেতা এ্যাড. হাফিজুর রহমান হাফিজ।
১৭/১০/২২ তারিখের নির্বাচনে এ্যাড.হাফিজুর রহমান বিপুল ভোটের ব্যাবধানে সদ্য সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহন কে পরাজিত করেন জয় লাভ করেন।
পটুয়াখালী জেলায় মোট উপজেলার সংখ্যা ০৮ টি হওয়ায়, সাধারন আসনে ০৮ জন সদস্য ও সংরক্ষিত আসনে ৩ জন মহিলা সদস্য নির্বাচিত হয়।
গত ১৪/১১/২২তারিখে উক্ত নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড.হাফিজুর রহমান শপথ গ্রহন করেন। এর পরে নব-নির্বাচিত সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর মাঝার যিয়ারত,শ্রদ্ধা নিবেদন করেন ।
সর্বশেষে আজ জেলা পরিষদ কার্যলয়ে নির্বাচিত সকল সদস্যগনকে নিয়ে আনুষ্ঠিক ভাবে মতবিনিময় সভার মধ্য দিয়ে দায়ীত্বভার গ্রহন করেন।
নব নির্বাচিত সদস্যগন হলেন, মোঃ জামাল হোসেন (সদস্য নং১), মোঃ জাকারিয়া কাওসার বাবু (সদস্য নং-২), আবদুল্লাহ আল জাবির সোহেল(সদস্য নং৩), মোঃ শাহজাহান সিরাজ (সদস্য নং-৪), মোঃমিজানুর রহমান মিজান (সদস্য নং-৫), নাইমুল ইসলাম রানা (সদস্য নং-৬), মোঃ ফিরোজ সিকদার (সদস্য নং-৭), মোঃ মশিউর রহমান শিমুল (সদস্য নং-৮)।
এ ছাড়াও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য হচ্ছেন নুরুন্নহার শেলী (স.সদস্য নং-১), কামরুন্নাহার( স.সদস্য নং-২), বিলকিচ জাহান (স.সদস্য নং৩)।
পটুয়াখালী পৌরসভার মেয়র, আধুনিক পৌরসভার রূপকার জনাব মহিউদ্দীন আহম্মেদ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে সভাকে সাফল্য মন্ডিত করেন।