মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার পাইকগাছা উপজেলার লক্ষীখোলা কলেজিয়েট স্কুল মাঠে লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কে এম মেসবাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে বর্নাঢ্য র্্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সহকারী পুলিশ সুপার ডি সার্কেল সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান,ওসি তদন্ত রফিকুল ইসলাম, ব্রততী প্রতিবন্ধী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ব্যাংকার প্রজিৎ কুমার রায়,কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাষ্টের সভাপতি কে এম আছাদুজ্জামান, পাইকগাছা ভিলেজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিবন্ধী সুভাষ চন্দ্র মন্ডল, পাইকগাছা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নুর। উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাজ উদ্দিন আহমেদ, টি এম হাসানুজ্জামান, প্রেমানন্দ, সমাজ সেবক গাজী শফিকুল ইসলাম শফি, লুৎফর রহমান বাচ্চু কাজী,আফছার উদ্দিন কাগজী, শরিফুল ইসলাম খোকন, মেম্বার রাজিয়া সুলতানা, শিক্ষক হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিকাশ মন্ডল, সুকুমার, প্রমুখ।
অনুষ্ঠানে খেলা ধুলা সহ বিভিন্ন অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ইয়ারফোন, ক্রেস, কম্বল, থালা, বাটি, টিফিন বক্স বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন ও সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাষ্ট ও অভিবাবক প্রতিবন্ধী উন্নয়ন ফোরাম।