মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা(খুলনা)॥ ডকুমেন্ট পার্সেল ও অভ্যন্তরীণ কু্রিয়ার সল্প সময়ে পণ্য গন্তব্যে পৌছানোর অঙ্গিকার নিয়ে পাইকগাছার গদাইপুরে এক্সপার্ট কুরিয়ার লিমিটেড এর নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার গদাইপুর মার্কাস মসজিদের সামনে এক্সপার্ট কুরিয়ার লিমিটেড অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এক্সপার্ট কুরিয়ার লিমিটেড এর খুলনা জোনালের প্রধান শেখ আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র অধিকারী, হাফেজ মুফতী কুদরত উল্লাহ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পাইকগাছার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফসিয়ার রহমান,সাবেক উপজেলা নার্সারি সাধারণ সম্পাদক অশোক কুমার পাল।
তরুণ সমাজসেবক মোঃ আসাদুল ইসলাম এর পরিচালনায় ও এক্সপার্ট কুরিয়ার লিমিটেড পাইকগাছা শাখার দায়িত্বপ্রাপ্ত মোঃ জুয়েল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কাজী সোহাগ,গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নান্টু, শফিয়ার রহমান,জিল্লুর রহমান হায়বাত আলী প্রমুখ। এক্সপার্ট কুরিয়ার লিমিটেডের খুলনা জনের প্রধান শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, দেশের শিক্ষিত বেকারদেরকে কাজে লাগিয়ে কুরিয়ার ব্যবসায় একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায়। এক্সপার্ট কুরিয়ার লিমিটেড এজন্য উপস্থিত সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।