মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ খুলনার পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ড সংলগ্ন মাছ কাটার পশ্চিম পার্শ্বে নিজেদের জায়গা দাবী করে ক্যাথলিক মিশন কর্তৃপক্ষ মার্কেট নির্মান করেছেন বলে মিশন কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে।
সরেজমিনে মার্কেটের ব্যবসায়ী ও স্হানীয়রা জানান,এ মার্কেটের প্রতিটি ঘর নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে মিশন কর্তৃপক্ষ কে মোটা অংকের টাকা এ্যাডভান্স দিতে হয়েছে এবং প্রতিমাসে দেড় থেকে দুই হাজার টাকার ও বেশি ঘর প্রতি তাদের ভাড়া দিতে হয়।তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)কর্তৃপক্ষ জানিয়েছেন ক্যাথলিক মিশন কর্তৃপক্ষ তাদের এ্যাকুয়ার করা জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মান করেছে এবং সম্প্রতি পাউবো কর্তৃপক্ষ এ অবৈধভাবে নির্মান করা মার্কেট অপসারনের জন্য মিশন কর্তৃপক্ষ কে নোটিশ দিয়েছেন বলে পাউবো কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
এদিকে মার্কেট অপসারনের জন্য মিশন কর্তৃপক্ষ কে পাউবো নোটিশ দেওয়ায় বিপাকে পড়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। মোটা অংকের টাকা এ্যাডভান্সে ঘর নেওয়া মার্কেটি টি ভেঙ্গে ফেলা হলে তারা সর্বশান্ত হয়ে যাবেন বলে হতাশাগ্রস্হ হয়ে দিনাতিপাত করছেন ব্যবসায়ীরা। ফলে মার্কেটটি পাউবো, জেলা প্রশাসক না মিশন কর্তৃপক্ষের জায়গায় নির্মান করা হয়েছে তা সঠিকভাবে নিরুপনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপে সঠিকভাবে পরিমাপ করে সীমানা নির্ধারন করে বিষয়টি নিষ্পত্তির জন্য জোর দাবি তুলেছেন মার্কেটের ব্যবসায়ীরা সহ সুধীজন ও স্হানীয় এলাকাবাসি।