
নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্নেহভাজন ব্যাক্তি জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধবো যুগ্ম সাধারণ সম্পাদক,চেয়ারম্যান সাউথ গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মাওলানা শামিম আহমেদ ফেব্রুয়ারী মাসে লন্ডন থেকে দেশে ফেরার ঘোষণা দেওয়ায় বরগুনার পাথঘাটায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল এগারোটায় পাথরঘাটা কে,এম সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন পাথরঘাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুর রহমান,পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও শহীদ জিয়া গবেষণা পরিষদ বরগুনা জেলা শাখার যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান ফাহিম,জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা পৌর শাখার আহবায়ক রাহাজুল ইসলাম রাহাত, জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা উপজেলা শাখার সদস্য সচিব এম আরাফাত রহমান অভি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাওলানা শামীম আহমেদকে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের অফিসে হামলার মিথ্যা মামলায় আসামি দিলে ২০১০ সালে পালিয়ে লন্ডনে পাড়ি জমান।লন্ডনে থেকেও এই ত্যাগী নেতার বিরুদ্ধে ৬৮ টি মামলা হলেও কোন কোন নেতার বিরুদ্ধে একটিও মামলা হয়নি।আওয়ামী আমলে এসব নেতা ছিল আওয়ামী আশীর্বাদ পুষ্ট এখন আবার সেডব নেতাই আওয়ামী লীগকে রক্ষায় কাজ করছে এ বিষয়ে দলের সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানান বক্তারা।জনসভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশ স্হলে গিয়ে শেষ হয়।