
প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বিভাগে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত রির্পোটারদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ‘চট্টগ্রাম সাংবাদিক সংস্থা’ (চসাস) নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। দেশের বিভিন্ন স্তরের সিনিয়র সাংবাদিকরা বুধবার চট্টগ্রাম একাডেমি হল রুমে মিলিত হয়ে এই সংগঠনের ঘোষণা দিয়েছেন।
সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে সংগঠনটির ০২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
মিডিয়ায় কর্মরত রির্পোটারদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি টেলিভিশন উপস্থাপক, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কলামিস্ট সৈয়দ দিদার আশরাফী।
বর্তমান সময়ের তুখোর কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক ওসমান এহতেসামকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন প্রতিবন্ধকতা ও সার্বিক ঝুঁকি বিবেচনায় নিজেদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে বলে জানান সংগঠনটি উদ্যোক্তা ওসমান এহতেসাম। একইসঙ্গে অনুসন্ধানী সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোও লক্ষ্য তাদের।