এনামুল হক ছোটন॥ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সর্বপ্রথম বৃহৎ সংগঠন ” প্রবাসী পরিবার মানবিক সংগঠন” এর সাথে সাংবাদিকদের মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে ফুলবাড়িয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে ফুলবাড়িয়া পুরাতন গরুহাটা মায়ের দোয়া ভিলায় মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের উপদেষ্টা স্থানীয় এমপি কন্যা সেলিমা বেগম সালমার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সময় টিভির ময়মনসিংহের ব্যুরো প্রধান সাদিকুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, প্রবাসী সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম,স্বেচ্ছাসেবক সোহাগ রানা সহ প্রমুখ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং বিশেষ মোনাজাত করা হয়। সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টা মন্ডলী,সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথি ও সাংবাদিকদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সংগঠনের সূত্র মতে জানা যায়, প্রায় ৩ শতাধিক প্রবাসী সদস্য ফুলবাড়িয়া উপজেলার অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান করে আসছে।
উপদেষ্টা সেলিনা বেগম সালমা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারের পাশাপাশি গরীব অসহায় ,প্রতিবন্ধী, এতিম, মসজিদ ও মাদ্রাসায় আর্থিক অনুদান ও শীতবস্ত্র দিয়ে আসছি। আগামীতেও এই কাজ অব্যাহত রাখব। তাছাড়া মদ, জুয়া ,বাল্য বিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে সভা সমাবেশ ও র্যালি আয়োজন করব এবং গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশীয় স্বেচ্ছাসেবী উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুল আলীম। মতবিনিময় সভা উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।