মোঃ মেহেদী হাসান বগুড়া॥ সোমবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় বগুড়ায় ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতা ও তাদের সমর্থকেরা এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ওবাইদুল্লাহ সরকার স্বপনের, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহত ছাত্রনেতা তাকবীর ইসলাম খানের পিতা-মাতা, শহর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাস, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, ছাত্রলীগ নেতা এসএম আরিফুজ্জামান মৃদুল, সিদ্ধার্থ কুমার দাস, নূর মোহাম্মদ সাগর, রাকিব হাসান,সরকারি শাহ সুলতান কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাব্বী স্বাধীন।
এসময় বক্তারা বলেন, কমিটি বাতিল না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।অযোগ্য, বহিরাগত ও মাদক ব্যবসায়ীদের কমিটির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। বক্তারা সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র হস্তক্ষেপ কামনা করেন।