মোঃ মেহেদী হাসান বগুড়া প্রতিনিধি॥ বগুড়ার সান্তাহারে ৩০ ডিসেম্বর দুপুরে সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া ব্রীজের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৭) এক নারীর মৃত্যু হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, (৩০ ডিসেম্বর) দুপুরে ডাঙ্গাপাড়া ব্রীজের উত্তর পাশে রেললাইন পারাপারের সময় কোন এক ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের জন্য রাজশাহী সিআইডিকে অবগত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।