মোঃ মেহেদী হাসান বগুড়া(প্রতিনিধি)॥ বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়া জেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী,বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড় জজ কোর্ট এর জিপি এ্যাড: কামরুন নাহার ডেইজি।
এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেন, যেসব স্কুলের শিক্ষক-শিক্ষিকা এ অনুষ্ঠানে সমবেত হয়েছেন শুধু স্কুলে পাঠদান করেই আপনাদের কাজ শেষ নয়। আগামী প্রজন্মকে বিজয় ও মুক্তিযুদ্বের চেতনা বিষয়ে জানাতে হবে। পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস জানাতে হবে। বর্তমান ডিজিটালাইজেশনে দেশ চলছে। আগামীতে স্মার্ট বাংলাদেশে যুক্ত হতে যাচ্ছে এ বিষয়ে নজর দিতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সাধারন সাধারন সদস্য সৈয়দ সার্জিল আহমেদ টিপু।