
মোঃ হৃদয় ইসলাম॥ ব্যাপক ভাবে বৃক্ষ নিধন ও বজ্র নিরোধে বৃক্ষ (তালগাছ) কাটার ফলে জলাবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিবছর বহু লোক বজ্রপাতে অনাকাঙ্খিত ভাবে মৃত্যুবরণ করছে। অনাকাঙ্খিত এই মৃত্যুরহ্রাসের লক্ষে সরকার ইতিমধ্যে বিভিন্ন স্থানে ব্যয় বহুল বজ্র নিরোধে দন্ড স্থাপন করেছে। এরপরেও গ্রাম অঞ্চলে বজ্র নিরোধ ব্যবস্থা না থাকায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
আর এই বজ্রপাত নিরোধে তালগাছের বীজ রোপণের লক্ষ্যে মঙ্গলবার সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন ও তুলসীরচর ইউনিয়নের রাস্তার পাশে তালগাছ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এসময় তার সাথে ছিলেন লক্ষীরচর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, তুলসীরচর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, ইউপি সচিব মোঃ তালেব, সেলিম, ইউপি সদস্য হাসি আক্তার নিলি, মজিবর রহমান, বেসরকারি এনজিও সংস্থা পারির জীবন মান উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী মাহমুদ হাসান প্রমুখসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তালগাছের বীজ রোপণের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন এক সময় আমাদের চারিপাশে অনেক বৃক্ষ ছিল যার মধ্যে তালগাছ ছিল প্রাকৃতিক বিপর্যয়ের(বজ্রপাত) হাত থেকে রক্ষা করার একটি উপকারী গাছ। আজ বৃক্ষ নিধন করার ফলে প্রতিনিয়ত বজ্রপাতে অনাকাঙ্খিত ভাবে মৃত্যুবরণ করছে। তাই ১৫টি ইউনিয়নের ১৫ হাজার তালগাছ রোপন করে আমরা এই অনাকাঙ্খিত মৃত্যুবরণ রোধ করতে পারি। এই জন্য চাই সকলের সার্বিক সহযোগিতা। জানা যায় লক্ষীরচর ও তুলসীরচর ইউনিয়নে উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং বেসরকারি এনজিও সংস্থা পারির সহযোগিতা প্রায় ২ হাজার চারা রোপন করা হবে।