এনামুল হক ছোটন॥ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন ময়মনসিংহে পুলিশের কড়া নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।
বড়দিন উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে প্রতিটি গীর্জায় পুলিশের নিরাপত্তা কড়া নিরাপত্তা পরিলক্ষিত হয়। ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় প্রধান ব্যাপ্টিস্ট চার্চে কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা বার্তা বিনিময় করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ কামাল আকন্দ। গীর্জায় পৌঁছালে ওসি শাহ কামাল আকন্দ কে ফুলেল শুভেচছায় অভ্যর্থনা জানান ব্যাপ্টিস্ট চার্চের নেতৃবৃন্দরা।
পরে কেক কেটে বড়দিনের শুভ সূচনার মাধ্যমে উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন ওসি শাহ কামাল আকন্দ । এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ব্যাপ্টিস্ট চার্চের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দরা। এ বিষয়ে ওসি শাহ কামাল আকন্দ জানান, খ্রিস্টানদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব বড়দিন ময়মনসিংহে উৎসব ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের জন্য থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গীর্জায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।