ইমাম হাছাইন পিন্টু, নাটোর : স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
০১/১১/২০২৩ বুধবার বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রাসেলের সভাপতিত্বে উপজেলা চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক প্রদান, ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি নাটোর ৪।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা, বড়াইগ্রাম পৌর মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মোহাম্মদ মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, সম্মানিত ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী।