
মহিবউল্লাহ কিরন, বরগুনা : গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।
রবিবার ১১/৫/২৫ রাত ০৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুরাকাটা ফেরিঘাট এলাকা থেকে মো: জাকির সরদার (২৮)পিতা- মোঃ মজিবর সরদার সাং- শাখারিয়া, ৩ নং আঠারগাছিয়া ইউপি থানা- আমতলী জেলা- বরগুনা এবং বেলাল হোসেন (২৯) পিতা- আব্দুল মজিদ সাং-মাইঠা, থানায় ও জেলা বরগুনাদের গ্রে’ফতার করা হয়। তাদের নিকট থেকে দেড় কেজি গাঁ’জা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, জাকির সর্দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মা’দকের মামলা এবং বিল্লালের বিরুদ্ধে ১টি মাদকের মামলা, ১টি হত্যা মামলা এবং বরগুনা থানায় ১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।