মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত কাল (২৫ নভেম্বর) বরগুনায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮ টা ৪৫ মিনিটে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ বরগুনা সদর থানার বুড়িরচর ইউনিয়নের গাবতলা এলাকা থেকে এদেরকে আটক করা হয়েছে।
আটক কৃতরা হলেন চালিতাতলি গ্রামের খবির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাং (৫৮), আইয়ুব আলীর ছেলে আবুল হোসেন হাং (৫০),মৃত আকাব্বর আলীর ছেলে মোকলেছ,(৪৫)মোসলেম আলীর ছেলে সোহরাব ফকির,(৪০)দলিল উদ্দিনের ছেলে বাদল (৪৫) এবং মৃত ইসমাইল হোসেনের ছেলে কালাম (৫০)।
এ বিষয়ে বরগুনা সদর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিবি পুলিশ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.