
মহিবউল্লাহ কিরন, বরগুনা :
বরগুনায় আলোচিত আপন চাচাকে বিষ প্রয়োগ করে হত্যা মামলার প্রধান আসামি মোঃ ছগির হোসেন (৪৫) হাওলাদারকে পটুয়াখালী জেলার কুয়াকাটা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি বরগুনা থানার মামলা নম্বর ১৬, তাং-১৫/০২/২০২৫ ইং। ধারা -৩০২/৩৪ পেনাল কোড, এর এজাহার নামীয় ১ নং আসামি ।
সে ৯নং এম বালিয়াতলী ইউনিয়ন, থানা ও জেলা বরগুনার মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বরগুনা থানার চৌকস একটি দল পটুয়াখালী জেলার মহিপুর ট্রলার ঘাট হইতে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য আরো ৭টি মামলা রয়েছে।আসামিকে আগামীকাল আদালতে প্রেরন করে রিমান্ড চাওয়া হবে, বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান।