বাগমারা প্রতিনিধি॥ রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহরেজা আলম ইমন ওরফে ইমন আলী কে গ্রেফতার করেছে পুলিশ। চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আলোকনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। রোববার তাকে বিজ্ঞ আদালতে নেয়ার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, হামিরকুৎসা ইউনিয়ন ও গোয়ালকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে কেবল নেটওয়ার্কের ব্যবসা করতেন ব্যবসায়ী রাজু আহম্মেদ। এর আগে রাজু আহম্মেদ, তার স্ত্রী ফাইন ও তাদের ছেলেকে মারপিট করে জখম করা হয়।রাজু আহম্মেদ এর স্ত্রী ফাইন খাতুন বাদি হয়ে ইমন কে এক নম্বর আসামী করে রাজশাহীর আদালতে মামলা দায়ের করেন। এজাহারভূক্ত এক নম্বর আসামী হিসেবে পুলিশ ইমন কে গ্রেফতার করেন।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান জানান, চুরির মামলার এক নম্বর এজাহারভূক্ত আসামী হিসেবে ইমন কে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।