বাগমারা প্রতিনিধি : রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরোক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম আনিসুল হক এর নির্দেশনা ও উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ের তত্যাবধানে গত ০৫ আগোষ্ট থেকে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন শুরু করে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরোক্ষা বাহিনী সুত্রে জানা গেছে, গত সমবার থেকে তারা বাগমারার বিভিন্ন ওয়ার্ডে, গ্রামে ও মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষায় সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
১৩নং গোয়ালকান্দী ইউনিয়নের কমান্ডার সাহাদত হোসেনের নেতৃত্বে গত সমবার থেকে এখন পর্যন্ত সুনামের সাথে মানুষের সেবা করে যাচ্ছে। মানুষ এ বাহিনীদের সদস্যদের স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য ০১/০১/২০১৮সাল থেকে তিনি বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির একজন সফল উন্নতম সদস্য। এছাড়াও তিনি কর্মস্থলে একাই ব্যাংক ডাকাতির সময় ডাকাতদের ধরে ফেলার কারণে ২০১৮ সালে রাষ্ট্রপতি পদক পান। তিনি ২০০৫ সাল থেকে আনসার বাহিনীতে সুনামের সাথে কাজ করে আসছেন।