ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার বেলা ১১টায় পরিচালিত অভিযানে মেসার্স দি নিউ মজুমদার ফার্মেসীর মালিক পুলক কে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ১০০০০ (দশ হাজার) টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এবং সহায়তা করেন বাগাতিপাড়া মডেল থানার একটি চৌকস টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।