ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া এলাকার পশ্চিম ছাতনাই সীমান্তের দেড় বিঘা খাস জমি দখল নিয়ে দাঙ্গা বিজিবি’র হস্তক্ষেপে শান্ত।
জানা যায়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া এলাকার পশ্চিম ছাতনাই সীমান্তের দেড় বিঘা খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে আঃ মজিদ ভোগ করে আসছিল। কিন্তু অত্র এলাকার রবিউল ইসলাম ও তোফাজ্জল হোসেন গং উক্ত জমি নিজেদের মিথ্যা দাবী করে জবরদখলে নেওয়ার চেষ্টা করে আসছিল। জমি নিয়ে উভয় পক্ষের বিবাদ চলে আসার একপর্যায়ে রবিউল ইসলাম তার পরিবারের লোকজন ও ভাড়াটিয়া ৫০/৬০ ভাড়াটিয়া লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত জমি জবর দখলের জন্য কয়েকটি গাছ কেটে নিয়ে একটি কলা বাগান কেটে ধংস করে। এতে আঃ মজিদ ও তার পুত্র নুরুন্নবী ইসলাম উভয়ে প্রতিপক্ষ রবিউল ইসলাম গংদের বাধা দিলে তারা আঃ মজিদ ও নুরুন্নবীকে মাথায় কুপিয়ে জখম করে। ঐ সময় বালাপাড়া সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্য ঘটনাস্হলে এসে সংঘর্ষ থামাতে পারেনি। আঃ মজিদ এর জখমী অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
নুরুন্নবী ইসলাম থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছে বলে জানিয়েছে। মামলার বিষয়ে তদন্ত অফিসার আঃ রহিম এর নিকট জানতে চাইলে তিনি ঘটনারন সত্যতা স্বীকার করেন।