
স্টাফ রিপোর্টার॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)র রাজশাহী মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মিলনমেলার আয়োজন হয়েছে।
বুধবার (৪ জানুয়ারী) সন্ধ্যা ছয় ঘটিকার সময় অনুরাগ কমিউনিটি সেন্টারে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) এর রাজশাহী মহানগর কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটি গঠনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের খন্দকার আছিফুর রহমান।
মহানগর কমিটি উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জনাব জুয়েল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি রাজশাহী প্রেসক্লাব জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু সালেহ মোহাম্মদ ফাত্তা চ্যানেল আই ব্যুরো প্রধান রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব রহিমা খানম সুমি কেন্দ্রীয় সহ মহিলা বিষয়ক সম্পাদক বিএমএসএস। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব সাগর নোমানী আহ্বায়ক মহানগর রাজশাহী কমিটি বিএমএসএস।
আলোচনায় নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খন্দকার আছিফুর রহমান। তিনি বলেন সাংবাদিকদের নির্যাতনের জবাব দিতে হবে, তিনি আরও বলেন, আরেকটি সাংবাদিক নির্যাতিত হলে প্রয়োজনে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যতক্ষণ দোষীকে শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ কাফনের কাপড় মাথায় বেঁধে সাংবাদিকদের পাশে থাকব।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি শুভ কামনা করেন। পরিশেষে বিএমএসএস এর ৫১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি খোরশেদ আরুন নোমান, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজেদুল হক টিটু, যুগ্ন সাধারন সম্পাদক নির্বাচিত হন।