ভারত থেকে সংবাদ দাতা মনোয়ার ইমাম॥ আগামী ১৩ই জানুয়ারি ভারত থেকে বাংলাদেশ হয়ে ভারতের বারাণসী শহর পর্যন্ত সরাসরি বানিজ্যিক ভাবে যাত্রা শুরু করতে চলেছে ভ্রাম্যমান ক্রুজ। এই ক্রুজের শুভ উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গেছে, এই দিন ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদীর তীর থেকে এটি ছাড়া হবে। এটি ভারতের ব্রহ্মপুত্র নদী হয়ে বাংলাদেশের যমুনা ও পদ্মা নদীর উপর থেকে সোজা চলে আসবে ভারত ভাগরতী নদীর উপর থেকে সোজা গঙ্গা নদী হয়ে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে।
বারণাসী হিন্দু ধর্মের পবিত্র স্থান, এটি দেখার জন্য বছর জুড়ে ভীড় লেগেই থাকে। এই দীর্ঘ জলপথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় ৫০দিন। পথিমধ্যে ভারতের ও বাংলাদেশের বিভিন্ন বানিজ্যিক ও ভ্রমণ স্থান ও মন্দির ও মসজিদ ঘুরে দেখতে পাবেন ভ্রমণ পিপাসুরা।
এই জলপথের দীর্ঘ প্রায় ২৩০০ কিলোমিটার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান ভারতের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পৃথিবীর দীর্ঘতম নদী পথে পরিচালিত হবে ভ্রমণের জন্য ক্রুজ জাহাজ। আজকের তার শুভ সংবাদ দেন ভারতের জাহাজ পরিবহন ব্যবস্থা মন্ত্রী সদানন্দ সানেগাল।