বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলামের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সদস্যরা এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে ইউএনও’র কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যায়যায় দিনের সংবাদদাতা হকিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সংগ্রামের সংবাদদাতা আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও আইনের চোখ’র প্রতিনিধি আমান উল্লাহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চলমান বার্তার প্রতিনিধি আব্দুল খালেক, প্রেসক্লাবের সদস্য ও ডেইলি অবজারভার প্রতিনিধি নুর আলম পুলক, প্রেসক্লাবের সদস্য ও স্বাধীন ভোরের প্রতিনিধি আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও রাজধানী টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি রুবেল ইসলাম, বাংলাদেশ সকালের প্রতিনিধি জুয়েল ইসলাম, প্রথম বাংলার নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান মিলন সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।সাক্ষাৎকালে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন ইউএনও’কে স্বাগত জানানো হয়। আলোচনায় স্থানীয় উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা এবং স্বচ্ছ ও গতিশীল প্রশাসনিক কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
নবাগত ইউএনও রবিউল ইসলাম উপজেলার সার্বিক উন্নয়ন কাজকে আরও গতিশীল করতে সকলের সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, শাহরিয়ার নজিরের স্থলাভিষিক্ত হয়ে রবিউল ইসলাম মঙ্গলবার (১৯ আগস্ট) বোদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পরদিন বুধবার তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও সুমন ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে তার কার্যক্রম শুরু করেন।




















