বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতীয় শাড়ি-চাদর পুড়িয়ে জয়পুরহাটে জেলা নাগরিক কমিটির প্রতিবাদ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট : বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ভারতীয় শাড়ি, চাদরসহ বিভিন্ন পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানান তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, শহর বিএনপির সাবেক আহ্বায়ক মতিয়ার রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপল বল দেবনাথ, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক একেএম গোলাম মাহফুজ শুভ, জেলা ওলামা দলের আহ্বায়ক লোকমান হোসেনসহ প্রমুখ।

বক্তারা বলেন, ‘বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি, ৯০-এর স্বৈরাচারের বিদায় দিয়েছি এবং জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন করেছি।

আমরা ভারতকে ভয় পাই না। সকল জাতীয়তাবাদ শক্তি ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ