কলকাতা থেকে মনোয়ার ইমাম : এবার ভারতে ধর্ষণের শিকার হলো বাংলাদেশী মেডিকেল ছাত্রী মহুয়া (ছদ্মনাম) বিচারের দাবীতে ভারতের হাইকোর্টে মামলা করেছেন তিনি।
অভিযোগ বর্ধমান জেলার কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর এক শিক্ষকের বিরুদ্ধে। তিনি ছাত্রীকে একটি নার্সিং হোমের কেবিনে ধর্ষণ করেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এই ডাক্তারী পড়ুয়া ছাত্রী রানীগঞ্জ এর একটি সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করে, বর্ধমান জেলার কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখন থেকেই এই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তাকে শারীরিক সম্পর্ক করতে বার বার অনুরোধ করেন। কিন্তু এই পড়ুয়া ছাত্রী ঔ শিক্ষকের কথা কান না দিয়ে এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্যদের বলেন। তাতে কাজ না হওয়ায় কারণে তিনি ভেঙে পড়েন এবং গুরুতরভাবে অসুস্থ হয়ে একটি নার্সিং হোমে ভর্তি হোন। সেখানে ঔ পড়ুয়া ছাত্রী কে দেখার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেন ঔ শিক্ষক। বিষয়টি জানাজানি হলে বিষয়টি নিয়ে থানাতে গেলে গুরুত্ব না দিলে অবশেষে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী শিবজ্ঞানপনের বেঞ্চ শিক্ষক বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ঘটনার পূনাঙ্গ তদন্ত করতে নির্দেশ দিয়েছেন উচ্চ পদস্থ পুলিশ অফিসার কে দিয়ে। সেই সঙ্গে এই বাংলাদেশের ডাক্তারী পড়ুয়া ছাত্রী কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন। এই বিষয়ে বর্ধমান জেলা পুলিশ সুপার কে নির্দেশ দিয়েছেন।