হাবিব হাসান, ভালুকা (ময়মনসিংহ)॥ ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক অভিযোগ করায় উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান মহেন্দ্র বর্মণের শাস্তি দাবী ও প্রতিবাদ জানিয়ে রোববার দুপুরে ভালুকা স্মৃতিসৌধ এলাকায় মানব বন্ধন করেছে আদিবাসী সম্প্রদায়।
মানববন্ধনে অংশ নেয়া এ সি ডি এফ সভাপতি এলেন্দ্র সাংমা জানান, গত ২৮ নভেম্বর মহেন্দ্র সাংমা কিছু সংখ্যক আদিবাসীদের ভুল তথ্য দিয়ে ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক অভিযোগ এনে মানব বন্ধন কর্মসূচীতে মিথ্যে ও বানোয়াট অভিযোগ তুলে ধরেন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ মহেন্দ্র বর্মণের শাস্তির দাবী জানান।
এ সময় প্রতিবাদ ও শাস্তি দাবী করে বক্তব্য রাখেন বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটিরি ভাষা, সংস্কৃতি ও তথ্য বিষয়ক সম্পাদক জুসেফ বিশ্বাস, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাখন সাংমা, আদিবাসী সুরেল সাংমা প্রমুখ।