
রবিউল হক বাব, ফুলপুর ময়মনসিংহ॥ ময়মনসিংহের ফুলপুরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব এম সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে ফুলপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ও সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল ও রোকেয়া পারভীন লাকী মহিলা ভাইস চেয়ারম্যান ফুলপুর, ময়মনসিংহ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফুলপুর থানার ইনচার্জ অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন, সহ সকল পুলিশ প্রশাসন।
এছাড়াও ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফুলপুর প্রেস ক্লাবের উপদেষ্টা উপজেলা নির্বাহি অফিসার এম সাজ্জাদুল হাসান, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব মোঃ বিল্লাল হোসাইন সহ ফুলপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য নূর হোসেন খান, আজহারুল ইসলাম, বাহার উদ্দিন, বিল্লাল হোসেন, আতিকুল ইসলাম, মফিদুল ইসলাম প্রমুখ।
পুষ্পকস্তবক প্রদান করেন ফুলপুর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দ ও ফুলপুর উপজেলা শাখার পক্ষে বিভিন্ন গোত্রের নেত্রীবৃন্দের নেতৃত্বে পুষ্পকস্তবক প্রদান করা হয়।
উপজেলা শহীদ মিনার চত্বরে ১২.০১ মিনিটে অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উদযাপন উপলক্ষে ফুলপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।