আবু সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥ ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’প্রতিপাদ্যে উৎসবমুখর পরিবেশে নতুন বছরের শুরুতেই সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ২০২৩ পালিত হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেনের সভাপতিত্বে কোমল মতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কবি ও সাংবাদিক আসাদুজ্জামান খোকন ও বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশীদ সরকার। উপস্থিত ছিলেন, সমাজ সেবক আবু হাসান সোহেল,মোঃ আজগর আলী, আব্দুল হামিদ ও অত্র বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থী বৃদ্ধ। এসময় দেশ ও জাতির উদ্দেশ্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুল হক মুসল্লী
এসময় কবি ও সাংবাদিক আসাদুজ্জামান খোকন বলেন, সারাদেশে এই কর্মসূচীর আওতায় আজ বই বিতরণ করা হচ্ছে। ১লা জানুয়ারী সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেয়া সহজ কাজ নয়। এটি বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায়। তাঁর ভালোবাসা সকলের প্রতি যা ভোলার মতো নয়।