
মোঃ আবু সুফিয়ান পারভেজ (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিলিস্তিনের নিরপরাধ ও অসহায় মানুষের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বাদ জুমা ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালের গোল চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘দুনিয়ার মজলুম এক হও, লড়াই করো’, ‘বদরের হাতিয়ার, ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘স্বপ্ন দেখি প্রতিদিন, স্বাধীন হবে ফিলিস্তিন’—ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশ ও বক্তারা পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা খাইরুল ইসলাম কওমী ওলামা পরিষদের উপজেলা সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা এসএম মনিরুজ্জামান জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন বক্তারা ইসরায়েলের অবৈধ দখল ও বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি জোর দাবি জানান।
এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।