
মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক, নগত টাকা ও ডায়াং-৮০ সিসি একটি মোটরসাইকেল সহ দুইজনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র মোঃ শাজাহান আলী (৫০) ও অপর জন একই ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত আব্দুল শেখ এর ছেলে মোঃ মাইদুল ইসলাম (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্ত হতে হেরোইন নিয়ে ভূরুঙ্গামারী আসার সময় পূর্ব ভোটহাট রাস্তার উপর হতে ৬০,০০০ (ষাট হাজার) টাকা মূল্যমানের ৬ গ্রাম মাদক হেরোইন, একটি ডায়াং-৮০ সিসি মোটরসাইকেল ও নগদ ৭৩০ (সাত শত ত্রিশ) টাকা সহ দুই জনকে হাতে-নাতে আটক করে।
আটকের বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে ।