আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে ০৬ গ্রাম হেরোইন ৪৫০০/- টাকাসহ সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
১৮ ডিসেম্বর রোববার ০৩:০০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী বাজারের গরুর হাট থেকে তাকে হেরোইন সহ হাতানাতে আটক করে থানা পুলিশ ।
আটক কৃত মাদক ব্যবসায়ী হলো ভুরুঙ্গামারী উপজেলার গোপালপুর এলাকার মোঃ কবির হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)।
পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদরে ভূরুঙ্গামারী বাজারে গুরুর হাট থেকে তাকে মাদক ও টাকা সহ হাতে নাতে আটক করা হয়।সে কুখ্যাত মাদক ব্যাবসায়ী।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।