এনামুল হক ছোটন : ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান’ এই শ্লোগান ধারণ করে ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ অক্টোবর (সোমবার) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার।
প্রধান অতিথি বক্তব্যে তাহমিনা আক্তার বলেন, পণ্য ও সেবার মান প্রনয়ণ, টেকসই উন্নয়ন অর্জনের মাধ্যমে জনগণের সেবা প্রদানে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা সবাই ভোক্তা, তাই পণ্যের গুণগতমান ও ওজন ঠিক রাখা সকলের দায়িত্ব। ক্রেতা হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে বাজারে ভেজালপণ্য কমে যাবে। এ সময় তিনি সেবার মান আরো উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের ফয়েজ আহমেদ, পিপিএম-সেবা, ময়মনসিংহ ক্যাব সভাপতি মোঃ আবুল কাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবি’র ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবিব। স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন। আলোচনা সভায় বিএসটিআই সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।