এনামুল হক ছোটন॥ ময়মনসিংহে শান্তি শিক্ষা প্রকল্পের আয়োজনে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর ( সোমবার) দুপুরে কমিউনিটি ট্রাষ্ট ময়মনসিংহ ফোরাম হল রুমে শান্তি শিক্ষা প্রকল্পের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।
শান্তি শিক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ইলমা জাহান এর শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্বের মাধ্যমে পিস এডুকেশন সম্পর্কে ধারণা প্রদান সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা এর নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং। তিনি বলেন, শান্তি শিক্ষা হচ্ছে নিজের, অন্যের এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সৌহার্দ্যের মধ্যে দিয়ে বেচে থাকার মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, জ্ঞান, দক্ষতা, আচরণ অর্জনের প্রক্রিয়া। তিনি আরও জানান, শান্তি শিক্ষা মাধ্যমে শিশুদের ইতিবাচক আচরণ ও মনোভাব বৃদ্ধি করা। শান্তি পূর্ণ সমাজ গঠনের সপ্ন দেখা সহ শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে ধারণা প্রদান করা হয়। এছাড়াও সমন্বয় সভা আরও উপস্থিত ছিলেন ফেরদৌস আরা হেলেনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক সহ প্রমুখ।
উল্লেখ্য – শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা একটি অলাভজনক বেসরকারি সংস্থা যা ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। শান্তি মিত্র প্রতিষ্ঠাকাল থেকেই প্রাথমিক বিদ্যালয়গামী চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র – ছাত্রীদের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, বর্তমানে ময়মনসিংহ নগরীর তিনটি বিদ্যালয়ে ( বলাশপুর আবাসন প্রকল্প প্রাথমিক বিদ্যালয়, চরবীনপাড়া প্রাথমিক বিদ্যালয়,আব্দুল আজিজ মুন্সি প্রাথমিক বিদ্যালয়) শান্তি শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। ২০ জন ফ্যাসিলিটেটরকে শান্তি ক্লাস প্রস্তুতি কর্মশালা প্রদান এবং ৩০ জন যুবক যুবতীদের শান্তি কর্মী গড়ে তুলতে মাসিক কর্মশালা প্রদান করা হয়। এছাড়াও অভিভাবকদের জন্য শান্তি স্থাপন ও দ্বন্দ্ব নিরসন বিষয়ক কর্মশালা প্রদান, শিক্ষকদের জন্য শান্তি কর্মশালা প্রদান, আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন, শান্তি বাগান ও শান্তি পাঠাগার তৈরি সহ শান্তি ও ন্যায্যতা উৎসব করা হয়। ব্যক্তিজীবনকে সমৃদ্ধ ও সামাজিক সমন্বয় বিষয় শিক্ষা, বন্ধুত্ব ও বোঝাপড়া বৃদ্ধি সহ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে এবং সকলের মাঝে সচেতনতা বৃদ্ধিতে শান্তি শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।