এনামুল হক ছোটন : বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ অঞ্চল, ময়মনসিংহ এর ৫১ তম গ্রীষ্মকালীন সাঁতার (বালক/বালিকা) প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল এর আয়োজনে ২০ অক্টোবর ( রবিবার) সকালে জেলা সুইমিংপুল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমিন এর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম। এছাড়াও প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ক্রীড়া অফিসার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ছেলে মেয়েদের বিভিন্ন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দরা পুরস্কার বিতরণ করেন।