এনামুল হক ছোটন॥ ময়মনসিংহে ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা পাওয়ার মেইনটেন্যান্স শ্রমিক কর্মচারী ইউনিট, পাওয়ার স্টেশন অঞ্চল শ্রমিক স্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদ ও রাজ ওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন চর কালিবাড়ি শাখা।
২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃমোস্তাফিজার রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তিন সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, ময়মনসিংহ পাওয়ার স্টেশানে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্থানীয় বেকার যুবক- তরুণদের অগ্রাধিকার প্রদান করতে হবে। কর্মরত শ্রমিক কর্মচারীদের আরপিসি ও সরকার ঘোষিত মজুরি প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। শ্রম বিধিমালা ২০১৫ (অদ্যাবধি সংশোধিত) এর ১৮ (২) বিধি অনুযায়ী ১৮০ দিনের অধিক চলমান কাজে স্থায়ী পদে নিয়োগ এবং আইন অনুযায়ী আউটসোর্সিং কোম্পানির লাইসেন্স হালনাগাদ থাকাসহ জামানত ও নিরাপত্তা তহবিলের নিশ্চয়তা প্রদান করতে হবে।
বক্তারা অভিযোগ করে আরো বলেন, রুরাল পাওয়ার কোম্পানির মালিকানাধীন ময়মনসিংহ পাওয়ার স্টেশনে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে আইনের কোন বাস্তবায়ন নেই। তারা তাদের ইচ্ছেমতো বাহিরের কর্মী নিয়োগ করছে। তারা আমাদের এলাকা থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে। অথচ পাওয়ার স্টেশনের প্রকৌশল, নির্মাণ ও মেইনটেন্যান্স কাজে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন শত শত কর্মী বেকার অবস্থায় চরকালিবাড়ি সহ চরঈশ্বরদী ইউনিয়নে রয়েছে। যাদের বসতভিটা ও জমি-জমার উপরে ময়মনসিংহ পাওয়ার স্টেশনটি তৈরি হয়েছে, পাওয়ার স্টেশনের কারনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্থায়ী বা অস্থায়ী নিয়োগ না দিয়ে পরিকল্পিতভাবে আরপিসি বহিরাগতদের নিয়োগ দিচ্ছে। কম মজুরি প্রদান ও বেশি শ্রম আত্মসাৎ করে বহিরাগত শ্রমিকদের নির্মম শোষণ করে আসলেও চাকুরীর নিরাপত্তা ও কর্তৃপক্ষের নিপীড়ন- নির্যাতনের ভয়ে বহিরাগত শ্রমিকরা আইনি অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়ে সোচ্চার হতে পারছে না। তাছাড়া বিদ্যুৎ কেন্দ্রের জন্য এলাকার একটি বৃহৎ অঞ্চলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, পাশাপাশি শব্দ দূষণের কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিঘ্নতা সৃষ্টিসহ স্থানীয় মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী ক্ষতি সংঘটিত হচ্ছে। এতদসত্ত্বেও জাতীয়ভাবে বিদ্যুতের চাহিদা বিবেচনায় পাওয়ার স্টেশনের উৎপাদন কার্যক্রম সচল রাখতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা অব্যাহত রয়েছে।
এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান জামাল, ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা ববি কাকলি, সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুর আক্তার মিলি, ময়মনসিংহ জেলা পাওয়ার মেইনটেন্যান্স শ্রমিক কর্মচারী ইউনিটের উপদেষ্টা গুঞ্জর আলী ও ওয়াদুদ মেম্বার।
জেলা পাওয়ার মেইনটেন্যান্স শ্রমিক কর্মচারী ইউনিটের সভাপতি মো. রুহুল আমীন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা মোটরসাইকেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হযরত আলী, এনডিএর যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ১৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দীন বাবু শিব, শ্রমিক নেতা মোঃ আরিফুজ্জামান আজাদ, সেলিম, বাবলী সহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা পাওয়ার মেইনটেন্যান্স শ্রমিক কর্মচারী ইউনিট, পাওয়ার স্টেশন অঞ্চল শ্রমিক স্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদ ও রাজ ওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন চর কালিবাড়ি শাখার শত শত শ্রমিকরা।