এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ জেলা পুলিশ এর অক্টোবর/ ২০২২ মাসিক কল্যাণ সভা ২০ নভেম্বর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় ময়মনসিংহের মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনাসহ লুন্ঠিত মালামাল উদ্ধারসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার ও থানায় বিভিন্ন গুরুত্বপুর্ণ মামলার রহস্য উদঘাটন আসামী গ্রেফতারসহ থানা এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই, খুন সহ বিভিন্ন অপরাধ নিমূলে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কৃত হয়েছেন সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুল ইসলাম ফকির, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ কামাল আকন্দ, শ্রেষ্ঠ এস আই ফারুক হোসেন , শ্রেষ্ঠ এএসআই মোঃ রেজাউল করিম।
এক মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি অভিন্ন মানদন্ডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে শ্রেষ্ঠত্বের এই পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা। তবে মেঘনা গ্রুপের ডাকাতির ঘটনা উদঘাটনসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করার বিষয়টি গুরুত্ব দিয়ে বাংলাদেশ পুলিশের আইজিপি তাদের জন্য উক্ত পুরষ্কার ঘোষণা করেন বলে জানিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ তার বক্তব্যে বলেন, পুরস্কার দিয়ে তাদেরকে সম্মানিত করায় আইজিপি ও পুলিশ সুপারকে কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ।