
কাকন সরকার, শেরপুর :
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান মহোদয়ের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ফেব্রুয়ারি-২০২৫ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে ফেব্রুয়ারি-২০২৫ খ্রিঃ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ২টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ।
সভায় ‘শ্রেষ্ঠ জেলা’ হিসাবে নির্বাচিত হওয়ার সম্মানিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়েয় নিকট হতে শেরপুর জেলা পুলিশের পক্ষে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এবং শ্রেষ্ঠ সার্কেল হিসাবে নির্বাচিত হওয়ার স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম।
উক্ত সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম আযাদ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্) মোঃ আবু বকর সিদ্দিক; অধিনায়ক মুক্তাগাছা ০২ এপিবিএন জনাব মোঃ কুতুব উদ্দিন; অধিনায়ক র্যাব-১৪ মোঃ নয়মুল হাসান; ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।